
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮টি বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।
২৬ অক্টোবর (রবিবার) সকাল ১১টা ১৫ মিনিটে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি সফল বিশেষ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ০৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২ দশমিক ৩৯ কেজি গান পাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক।
এ সময় অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এমন যৌথ অভিযান অব্যাহত থাকবে।