সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে হরিপুর জোহাইতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানানো হয় বুধবার (২৪শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ মিনিটে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট (২৭ বীর) ইউনিট ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র যৌথ টহলদল হরিপুর জোহাইদপুর এলাকায় অভিযান চালায়।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪ টি বস্তা থেকে ৬ হাজার ৭শত ২০ পেকেট পাতার বিড়ি ও ১টি বস্তা হতে ৯৬ পিস নেভিয়া বডি লোশন জব্দ করা হয়।
সেনাক্যাম্প সূত্রে জানানো হয় জব্দকৃত পন্যের বাজারমূল্য আনুমানিক ১লক্ষ ৫০ হাজার ৭২০ টাকা সমপরিমাণ। জব্দকৃত মালামাল পরবর্তীতে রাত ৭:৩০ ঘটিকায় ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অবৈধ পন্যসামগ্রী পাচাররোধে সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।