বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ অনুষ্ঠান হয়।
অনুষ্টানে উপজেলা সভাপতি হোসাইন আহমদ জুবায়েরের সভাপতিত্বে এবং বায়তুলমাল সম্পাদক হাম্মাদ মামনুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সিলেট কলেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মুহাম্মদ মুহিউদ্দীন ফারুক,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার ছাত্র ও কৃষি বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান, কবি ও উপস্থাপক মীম সুফিয়ান, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সভাপতি সালমান আহমদ, শাবিপ্রবি সভাপতি হোসাইন আহমদ এবং বিশিষ্ট দায়ী রাসেল মাহফুজ প্রমুখ।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ ১৪০ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং ঈমান-আখলাক ও নৈতিকতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।