সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেল অনুমান ৬টা থেকে ৭টার মধ্যে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বাংলা বাজারস্থ যাত্রী ছাউনিতে ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রায় ২ বছর ধরে অজ্ঞাত পরিচয়ের এই বৃদ্ধ জৈন্তাপুর থানার বিভিন্ন বাজারে ঘোরাফেরা করতেন এবং গত দুই মাস ধরে বাংলা বাজার এলাকায় অবস্থান করছিলেন।
খবর পেয়ে জৈন্তাপুর থানার এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি ।