সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লামাগ্রাম এলাকার এক যুবক গত বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে আত্মহত্যা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যেম শুক্রবার নিহতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মৃত যুবকের নাম মো. জাকারিয়া আহমদ (২৫), পিতা মো. আলাউদ্দিন। তিনি লামাগ্রাম কামাল বস্তি এলাকার বাসিন্দা।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, গত ১৯ জুন আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১২৫৮/২০-এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে জাকারিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি জানতে পেরে সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি মরদেহ ফেরত আনার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ চালিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২০শে জুন দুপুর ১টায় সীমান্ত পিলার ১২৫৭/১-এস এলাকায় বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে একটি পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ নিহত জাকারিয়ার মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কম্পানিগন্জ থানায় নেওয়া হয়।
বিএসএফ জানায়, মরদেহটি ভারতের পিনারসালা থানা এলাকা থেকে হস্তান্তর করতে কিছুটা সময় লেগেছে, কারণ স্থানটি দুর্গম এবং থানা থেকে দূরবর্তী।
জাকারিয়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রমতে, পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়ার ফলে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।