সিলেট জেলার গোয়াইনঘাট থানার জাফলং চা বাগান এলাকা থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
এ সময় অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি প্লাস্টিকের বস্তাও জব্দ করা হয়েছে।
১১ই জুন র্যাব-৯, সিপিএসসি এর এক প্রেস রিলিজে জানানো হয়, র্যাব-৯ সিলেট-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন রাত ৯টা ৩০ মিনিটের দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।
এ সময় জাফলং চা বাগানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধরা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের হেফাজতে বিদেশি মদ রয়েছে।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের সঙ্গে থাকা বস্তাগুলোর মধ্যে থেকে মোট ৪৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন,
গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর (হাজিপুর) গ্রামের কালন মিয়ার পুত্র মো. আনোয়ার হোসেন (৩৫),একই উপজেলার জাফলং বস্তি গ্রামের মৃত মহিউদ্দিন মিয়ার পুত্র মো. শামছুল ইসলাম (৩৫), মনাইকান্দি গ্রামের মো নুরুল হকের পুত্র মো. জাকির হোসেন (২১) ও দক্ষিণ প্রতাপপুর গ্রামের মো ইদ্রিস আলীর পুত্র মো. আজাদ মিয়া (১৬)।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ (অঃপুলিশ সুপার) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।