সাইফুল ইসলাম বাবু –জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর উমনপুর নামক স্হানে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম দুলাল আহমেদ (৪৭)। তিনি ফতেহপুর ইউনিয়নে হরিপুর পূর্বটুল এলাকার খলিলুর রহমানের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭শে জানুয়ারি) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় তামাবিল মহাসড়কে উমনপুর টার্নিংয়ের নিকট মটর সাইকেল নিয়ে তিনি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। এ সময় স্হানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট নগরীতে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। তবে দূর্ঘটনার কারণ অন্য কোন পরিবহনের ধাক্কায় কিনা তা নিশ্চিত হতে পারে নি পুলিশ। নিহত দুলাল আহমেদ পেশায় একজন নোহা গাড়ীর চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী প্রক্রিয়াধীন বলে তিনি নিশ্চিত করেছেন। সেই সাথে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।