
জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী খসরু স্ব-পরিবারে পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদি যাত্রা করছেন।
মঙ্গলবার (৪ঠা নভেম্বর) প্রতিবেদকের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আগামী ৬ই নভেম্বর পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে স্ব- পরিবারে সৌদি আরবের পবিত্র মক্কার উদ্দেশ্যে রওয়ানা। এ সময় তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যরাও থাকবেন।
তিনি জানান, জৈন্তাপুরবাসী সহ দেশবাসীর নিকট দোয়া চাইছি,যাতে করে সহীহ সালামতে পবিত্র ওমরাহ্ সম্পন্ন শেষ করতে পারি। তিনি জানান মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জৈন্তাপুরবাসী সহ সারাদেশের মানুষের জন্য শান্তি কামনা করে দোয়া থাকবে এরই পাশাপাশি জৈন্তামাটির সম্মানিত আলেম উলামা গণ, আপামর জনসাধারণ, শ্রমজীবী মেহনতী মানুষ ও প্রবাসে থাকা সকল দেশের ভাইদের নিকট দোয়া কামনা করেছেন। চলারপথে কোনরূপ ভূলত্রুটি করে থাকলে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান তিনি।