
সিলেটের জৈন্তাপুরে সিলেট- তামাবিল -জাফলং আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর থানাধীন কাটাগাং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৪টি মহিষসহ একটি রেজিস্ট্রেশনবিহীন ডি.আই. পিকআপ আটক করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় পিকআপের চালককে গ্রেফতার করা হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ শে অক্টোবর) রাত আনুমানিক ৩:৪৫ মিনিটে এসআই মোঃ নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে জনৈক কবির মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে পিকআপটি আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থেকে ভারতীয় ৪টি মহিষ উদ্ধার করা হয়। প্রতিটি মহিষের আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা করে মোট মূল্য দাঁড়ায় ৬ লক্ষ টাকা সমপরিমাণ ।
এ সময় পিকআপ চালক কামাল হোসেন (২৫)কে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার হেমুদত্তপাড়া গ্রামের নুরুল হকের পুত্র। এ ঘটনায় পিকআপটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান আটক মালামাল ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।