বাংলাদেশের সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের দ্বিতীয় সচিব টি. হ্যাংসিং মঙ্গলবার সকাল ১১:৩০ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর এলাকায় পাথর আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আমদানিকারকরা ফুল দিয়ে অতিথিকে শুভেচ্ছা জানান। পরে দ্বিতীয় সচিব তামাবিল জিরো পয়েন্ট, স্থলবন্দর ও পোর্ট এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা ভারতের ভিসা প্রাপ্তি সহজীকরণের দাবি জানান।
তাদের আবেদনের প্রেক্ষিতে সহকারী হাই কমিশনার টি. হ্যাংসিং ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজতর করার আশ্বাস দেন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
সভা শেষে তিনি তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের কার্যালয় পরিদর্শন করেন এবং সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম শাহপরান, পরিচালনা পরিষদের সদস্য ইলিয়াস উদ্দিন লিপু, ওমর ফারুক, আব্দুল মান্নান, আব্দুল আলিম, শাহাব উদ্দিন, আব্দুল করিম রাসেল, শাহরব মিয়া, মিছবাহুল আম্বিয়া, মাফিজুল ইসলাম, ইসমাইল হোসেন, শামীম আহমেদ, মোশাররফ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।