সিলেটের কোম্পানীগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ৮৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ১৬ অক্টোবর রাতে কোম্পানীগঞ্জ থানার বরমসিদ্ধিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ওই এলাকার মোঃ রমজান আলীর বাড়ির পিছনে খড়ের গাদার ভিতরে মদ মজুত রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে দুইজনকে আটক ও তাদের দেখানো স্থানে লুকানো ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সুজন মিয়া (২১) ও মোঃ ছালা উদ্দিন (২৮), দু’জনেই কোম্পানীগঞ্জ উপজেলার বিজয় পাড়ুয়া হাওড় এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।