র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর বিশেষ অভিযানে সিলেটের জৈন্তাপুর থেকে ১১৬ বোতল বিদেশী মদ এবং চোরাচালানকৃত ৩৫ হাজার ৮০০ রাউন্ড এয়ার গানের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট জেলার জৈন্তাপুর থানার ডিবির হাওর এলাকার অদীর বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে অদীর বিশ্বাসের তিন পুত্র—শিপুল বিশ্বাস (২৫), বিপুল বিশ্বাস (২৮) ও টিপলু বিশ্বাস (২৩)-কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘর তল্লাশি করে খাটের নিচে ও শোকেসের ভিতরে রাখা ১১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া ভোর ৩টা ৩০ মিনিটের দিকে একই বাড়ি থেকে ৮৫টি কৌটার ভেতরে রাখা মোট ৩৫ হাজার ৮০০ রাউন্ড চোরাচালানকৃত এয়ার গানের গুলি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর জব্দকৃত মদ ও এয়ার গানের গুলি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ ( অতিরিক্ত পুলিশ সুপার) বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে।