জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৩ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তির নাম সাইফুল (২০)। সে নরসিংদী জেলার মাধবদী শেখেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২শে সেপ্টেম্বর) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক সহ ব্যাক্তি উপজেলার দরবস্ত বাজার সংলগ্ন যাত্রী ছাউনিতে অবস্থান করতেছে।
তার অবস্থান নিশ্চিত হয়ে দুপুর ২:৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক সজল দাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দরবস্ত এলাকায় তামাবিল মহাসড়ক সংলগ্ন যাত্রী ছাউনিতে একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ সহ সাইফুলকে আটক করে।
পরে তার সাথে থাকা ট্রাভেল ব্যাগ হতে ৭ বোতল এসি ব্লাক হুইস্কি,৩ বোতল অফিসার চয়েজ ব্লু ও ৩ বোতল ম্যাকডোনাল্ডস নাম্বার ওয়ান ব্রান্ডের মোট ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে। পুলিশ জানায় উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ হাজার ৫০০ টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক সাইফুলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামি সাইফুলকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।