সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভি ডাব্লিউ বি কর্মসূচির আওতায় ২০২৫/২৬ অর্থবছরে উপকারভোগী মহিলাদের মধ্য চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) সকাল ১১:০০ মিনিটে জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তিষাণ আক্তার, ইউপি সদস্য সেলিম আহমেদ সহ উপকারভোগী নারীরা।
এ বিষয়ে ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে চলতি বছরের জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর এই তিন মাসে উপকারভোগী মহিলাদের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তিনি বলেন উপকারভোগী অত্র ইউনিয়নের ১৯২ জন মহিলা ৩০ কেজি করে চাল ২০২৫-২৬ অর্থ বছরে ভি ডাব্লিউ বি কর্মসূচির আওতায় নিয়মিত পাবেন।