সীমান্ত সুরক্ষায় বিজিবির টানা অভিযানে আবারও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ হয়েছে। সিলেটের জকিগঞ্জ ও জৈন্তাপুর সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকার অবৈধ পণ্য আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪,৪০০ পিস ভারতীয় সিগারেট ও ১,৯১,০০০ পিস পাতার বিড়ি জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে, ০৭ সেপ্টেম্বর জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পরিচালিত আরেকটি অভিযানে বিজিবি ৩৫০ কেজি ভারতীয় চা পাতা, ২০০ কেজি চিনি, ১০০ কেজি সুপারি ও ১টি গরু আটক করে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
অভিযান দুটির মাধ্যমে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়ায় ৯ লাখ ৪০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, “সীমান্তে সুরক্ষা নিশ্চিত ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”