1. babujsb84@gmail.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.online : নাগরিক সংযোগ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্ব-পরিবারে ওমরাহ্ পালনে সৌদি যাচ্ছেন রোটাটিয়ান খসরু জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় ওষুধ ও সাবানসহ কাভার ভ্যান চালক আটক ব্যবসায়ীদের উন্নয়নের অঙ্গীকার ওমর ফারুকের, চেম্বার নির্বাচনে ৪ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা চোরাকারবারে শ্রমিকদের নিরুৎসাহিত করতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির আহবান জানালেন রোটারিয়ান খসরু রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ৮টি বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার জৈন্তাপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় মহিষসহ পিকআপ আটক, চালক গ্রেফতার প্রবাসী ইমরান আহমদের ওপর জুলুমের প্রতিবাদে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নিন্দা সিলেটস্থ ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের দ্বিতীয় সচিবের তামাবিল স্থলবন্দর পরিদর্শন জৈন্তাপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা কোম্পানীগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে ৮৩ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

জৈন্তাপুরে ডাকাতির ঘটনায় আটক চারজনকে জেল হাজতে প্রেরণ

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর রাংপানি এলাকায় গত শুক্রবার বিকেলে দুই পর্যটককে চাকু ধরে ডাকাতির ঘটনায় আটক চারজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে শ্রীপুর রাংপানি এলাকায় বেড়াতে আসেন নওগাঁ জেলার ধামইরহাট থানার উদয়শ্রি গ্রামের সোহেল রানা (৪৫) ও তার সাথে থাকা সফরসঙ্গী ওয়াজিব উল হক।

ওইদিন বিকেল ৪:০০ ঘটিকায় রাংপানি স্পট থেকে ফিরার পথে জনৈক এক ব্যাক্তি তাদের গতিরোধ করে। এ সময় তাদের সামনে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এমন ভুল তথ্য দিয়ে ভয়ভীতি দেখিয়ে অন্যএক রাস্তা দিয়ে নিয়ে যায়।

এ সময় কিছু দূর যেতে একটি নির্জন জায়গায় নিয়ে গেলে পিছন দিক থেকে আরো একজন এসে দুইজন তাদের গলায় ধারালো চাকু চেপে ধরে। পরে আরো তিন ডাকাত এসে তাদের চিৎকার করলে মেরে ফেলার ভয় দেখায় এবং তাদের সাথে থাকা ট্রাভেল বেগ থেকে ডিএসএলআর ক্যামেরা, দুইটি মোবাইল ফোন ও নগত ১৯৪০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে শুক্রবার রাতে ভিকটিম সোহেল রানা জৈন্তাপুর মডেল থানায় এসে অজ্ঞাতনামীয়দের বিরুদ্ধে অভিযোগ দিলে অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান তাৎক্ষণিক পুলিশ ফোর্স প্রেরণ করে অভিযান পরিচালিত করেন। এ সময় অভিযানকারী পুলিশ ফোর্স আনুমানিক ৫ ঘন্টা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে শনিবার গভীর রাত আনুমানিক ২:৩০ মিনিটে উপজেলার কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী এলাকায় একটি বাড়িতে তাদের অবস্থান নিশ্চিত করে চার জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন কেন্দ্রী ঝিঙাবাড়ী গ্রামের মৃত কবির আহমেদের পুত্র নুর মোহাম্মদ রনি (৪২), আদর্শগ্রাম নয়াবস্তি এলাকার আশরাফ উদ্দিনের পুত্র নুরুল ইসলাম কিলটন (২০), কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র আবদুল মালেক মালু (২৭) ও আসামপাড়া আশ্রয়ণ এলাকার ফখরুল ইসলামের পুত্র সুমন আহমেদ (২৭)।

এ সময় তাদের সাথে থাকা দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আসামি নুর মোহাম্মদ রনির জামাতার বাড়ী থেকে লুট হওয়া ক্যামেরা ও মোবাইল ফোন ও একটি ব্লটুথ হেডফোন উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ভিকটিম সোহেল রানার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশ ডাকাতদের ধরতে অভিযানে নামে। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির ঘটনায় বাংলাদেশ পেনাল কোড ৩৯৫, ৩৯৭ এর ধারায় মামলা দায়ের করেছে। আটক চার আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেন। পলাতক অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট