সিলেটের জৈন্তাপুরে ভারতীয় অবৈধ মদসহ দুই যুবককে আটক করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (২রা সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের ফতেপুর ইউনিয়নের শিকার খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাফলং থেকে সিলেটগামী একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৭৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুইটি কালো ব্যাগ থেকে মোট ৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার মদ ছিল।
আটককৃতরা হলো— মো. জাবেদ মিয়া (২০), পিতা মৃত ধনু মিয়া এবং শরীফ মিয়া (২০), পিতা ফারুক মিয়া। তারা উভয়েই জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল মুক্তাপুর (টিলা বাড়ি) এলাকার বাসিন্দা।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, অভিযানে উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।