সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের সামনে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট ও পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়েছে।
হরিপুর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২৯শে আগস্ট) সন্ধ্যা ৬: ৩০ মিনিটে জাফলং থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চকলেটগুলো জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বিবরণ অনুযায়ী, ৩৪০০ প্যাকেট Mini 3 Deye Bursting Ball সুইংগাম, যার একক মূল্য ৩০০ টাকা, মোট জব্দ হওয়া পন্যের সিজার মূল্য ১০,২০,০০০ (দশ লক্ষ বিশ হাজার) টাকা সমপরিমাণ।
সেনাক্যাম্প সূত্রে জানানো হয় রাত ১০:০০ ঘটিকায় এসব জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়। এরই পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অবৈধ পন্য সমুহের পাচাররোধে সেনাবাহিনী তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।