সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের বাউরভাগ দক্ষিণ (থুবাং) গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২রা আগষ্ট) বিকেল ৫:৩০ ঘটিকার দিকে স্বামীর ঘরে শাড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম সুমি রানী রাও (২৬)। তিনি থুবাং দক্ষিণ বাউরভাগ নকুল চন্দ্র রাওয়ের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সুমির একটি ৪ বছর ৫ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। স্বামী নকুল পেশায় দিনমজুর। এক বছর আগে পারিবারিক কলহ থাকলেও বর্তমানে দাম্পত্য সম্পর্কে কী অবস্থা ছিল তা স্পষ্ট নয় বলে জানা যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, মরদেহ প্রথম দেখতে পান নিহতের দেবর পয়ন চন্দ্র রাও। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন তিনি।