শহীদ মীর মুগ্ধ ও জুলাই বিপ্লবে সকল শহীদদের স্মরণে জৈন্তাপুরে ফ্রি পানি বিতরণ কর্মসূচি পালন করেছে জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটি।
শুক্রবার (১৮ই জুলাই) দিনব্যাপী জৈন্তাপুর উপজেলার দরবস্ত, সারিঘাট, ফেরিঘাট, চার নম্বর বাংলা বাজার ও বাগের সড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করা হয়।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য তারেকুর রহমান ইলিয়াস, সহ-সভাপতি জামিল বিন মোজাফফর ও ফয়ছল আহমেদ মাছুম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সাফী এবং সংগঠনের সদস্যবৃন্দ—রাজন, মোবারক, ইমন জোহানি, মাহফুজ, আসাদ, ইমরুল কায়েস ইমন, এনাম রানা ও রুহেল আহমদ।
পানি বিতরণ শেষে উপস্থিত সদস্যদের সামনে বক্তব্য রাখেন সভাপতি তারেকুর রহমান ইলিয়াস ও সহ-সভাপতি ফয়ছল আহমেদ মাছুম।
তারা বলেন, “আমরা জৈন্তাপুরের তরুণরা শহীদদের আদর্শ ও আত্মত্যাগকে স্মরণে রেখে অদূর ভবিষ্যতে জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবো।