সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির কার্যনিবার্হী কমিটির সদস্য ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আফজাল হোসেন হাওলাদার ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় কর্মীর পাশাপাশি বৃহত্তর ৪ নং বাংলা বাজার ও শ্রীপুর পাথর কুয়ারীর একজন ব্যবসায়ী ছিলেন। তার পিতার নাম মরহুম আইয়ুব আলি হাওলাদার। তিনি সাবেক ইউপি সদস্য মরহুম আবদুল আজিজ হাওলাদারের ছোট ভাই।
তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রবিবার (৬ই জুলাই) বিকেল ৪:৩০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, শ্রীপুর পাথর কুয়ারী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ, ৪ নং বাংলা বাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন ( মেম্বার), সাংগঠনিক সম্পাদক হারুণ রশিদ সরকার সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত ৯:০০ ঘটিকায় আসামপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। এদিকে নিহতের রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে মেহেদী হাসান হাওলাদার।