জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৮ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম শাকিল আলম (২১)। সে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন এলাকার ভিত্রিখেল গ্রামের আমির আলির পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭শে জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ফুলবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় রাত আনুমানিক ৮:৪০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে ও সহকারী উপ-পরিচালক শাহরিয়ার হাসান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ফুলবাড়ী এলাকার জনৈক নূর আহমেদের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এসে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি শাকিল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তখন তার পিছু নিয়ে দৌড়ে তাকে আটক করে।
এ সময় আটক আসামির সাথে থাকা কালো রংয়ের একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশী চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদগুলো ম্যাকডোয়েল্স ১৮০ মিলি ব্রান্ডের। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান মাদক আটকের ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার সকালে তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।