সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর পাখিটেকি নামক স্হানে পাথর বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি বরিশাল জেলার মুলাদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে। তিনি এসিআই কম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫শে জুন) বিকেল আনুমানিক ৩:৪০ ঘটিকায় সিলেটগামী একটি পাথর বোঝাই ট্রাক একই দিকে যাওয়া আনোয়ারকে বহনকারী (ঢাকা মেট্রো -ল-৫৪-২৭৫৮) বাইককে পাখিটিকে এলাকায় চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায় তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের টিম।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণে কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।