সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহতের নাম মো. জাকারিয়া আহমদ (২৫), পিতা মো. আলাউদ্দিন। তিনি উপজেলার লামাগ্রাম কামাল বস্তি গ্রামের বাসিন্দা।
বুধবার (১৯শে জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ উৎমা বিওপিতে জাকারিয়ার চাচা মো. গিয়াস উদ্দিন এসে জানান, সকালে ঘর থেকে বের হয়ে জাকারিয়া নিখোঁজ হন। পরে স্থানীয়রা সীমান্ত পিলার ১২৫৮/২০-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে বিজিবি জাকারিয়ার পরিবারের সদস্যদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয় এবং সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক তাৎক্ষণিকভাবে বিএসএফকে বিষয়টি অবহিত করেন। বিএসএফ স্থানীয় পিনারসালা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্গম এলাকা ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভারতীয় পুলিশ সেখানে পৌঁছাতে বিলম্ব হয় বলে জানানো হয়েছে।
রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বিএসএফের সহায়তায় ভারতীয় পুলিশ মরদেহটি উদ্ধার করে।পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল ২০ জুন সকালে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে ভুগছিলেন জাকারিয়া। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।