জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কে দুইটি বাইকের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অপর আরেকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার।
স্হানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ( ১৭ই জুন) বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় তামাবিল মহাসড়কের ২ নং লক্ষিপুর নামক স্হানে একটি ফুটব্রীজের পাশে দুইটি বাইকের সংঘর্ষ হয়। এ সময় একটি বাইকে ফাহিম ও আল আমিন নামে দুই যুবক ও অপর বাইকে আজহারুল ইসলাম মারুফ নামে অপর এক যুবক ছিটকে মহাসড়কে পড়ে। পরে স্হানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে মারুফ ও আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের সিলেট রেফার্ড করে। সন্ধ্যায় তাদের দুইজনকে নগরীর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শুরু হয়।
বুধবার বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকা নাগাত আজহারুল ইসলাম মারুফ (১৮) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাষ ত্যাগ করেন। মারুফ উপজেলার কেন্দ্রী গ্রামের নজরুল ইসলাম মামুনের ২য় পুত্র। চলতি বছর সে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলো।
এদিকে দূর্ঘটনায় আহত আল আমিনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার। সে উপজেলার আসামপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে। দূর্ঘটনায় আহত ফাহিম প্রাথমিক চিকিৎসা নিয়ে তার নিজ বাড়ীতে অবস্থান করছে।
এদিকে বুধবার বিকেলে মারুফের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে তার মরদেহ বাড়ীতে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার চাচা মাসুক আহমেদ।